ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযান চালিয়ে মহসীন ৩৯ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মহসীন উপজেলার ভবান্দপুর গ্রামের ইউসুফ
আলীর ছেলে।
৮ আগস্ট মঙ্গলবার দুপুরে
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, ৭আগস্ট সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবান্দপুর গ্রামের নেকমরদ আলীমউদ্দিন স্কুলের পিছনে পাকা রাস্তার উপর হইতে ৩০পিচ ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করে।
তিনি আরো বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় আরও ১১টি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।