কক্সবাজারের চকরিয়াস্হ মাতামুহুরী নদী থেকে ভাসমান আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার। করেন পুলিশ।
বুধবার (৯ আগষ্ট) সকাল পৌন ১১টার দিকে সুরাজপুর এলাকাস্হ নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত-আনোয়ারা হোসেন(৭০) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকা বলে জানা গেছে।
মৃত্যের বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় মেম্বার কাজল।তিনি জানান,এই বৃদ্ধ লোকটি সকালে পানির স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী ।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনেেন।পরে লাশের পরিচয় শনাক্ত করি।তারপরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের পরে সব বলা যাবে।