• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

পেকুয়ায় বিএনপির ত্রাণ কমিটি গঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১১৮ Time View
আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় ত্রাণ কমিটি করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১০ আগষ্ট কক্সবাজার জেলা বিএনপি পেকুয়ার জন্য ত্রাণ কমিটি ঘোষণা করেন। ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা ত্রাণ কমিটিতে উপদেষ্টা করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান এম, বাহাদুর শাহ।

জাতীয়তাবাদী দল বিএনপির পেকুয়ার সাংগঠনিক সম্পাদক ডা: বেলাল হায়দারকে আহবায়ক করা হয়। সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মাষ্টার জাফর আলম, সহসভাপতি ও মগনামার সভাপতি ফয়সাল চৌধুরী, সহসভাপতি আবু বক্কর, যুগ্ম সম্পাদক সদরের প্যানেল চেয়ারম্যান শাহ নেওয়াজ আজাদ, যুগ্ম সম্পাদক টইটংয়ের সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী মিন্টু, উপজেলা বিএনপির নেতা বারবাকিয়ার ইউপি সদস্য মাষ্টার মো: ইউনুছ, বিএনপি নেতা আবদু রশিদ, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা শ্রমিকদলের হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেনকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও সাধারন সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত ওই ত্রাণ কমিটি পেকুয়া উপজেলার জন্য অনুমোদন দেয়া হয়েছে। সুত্র জানায়, কয়েক দিনের প্রবল বর্ষণে পেকুয়াসহ দেশের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে পেকুয়ায় বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়।

সদর ইউনিয়নসহ উপজেলার অন্তত ৫ টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়। হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। এ দিকে দুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য রাজনৈতিক দল বিএনপি পেকুয়ায় ত্রাণ কমিটি গঠন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি