“জাগো শিখো অন্যায় রুখো – হে ক্ষত্রিয়কুল সন্তান নিজের অধিকারে ঐক্য গড়ি- রাখি নিজের মান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নব গঠিত ঠাকুরগাঁও জেলা ক্ষত্রিয় কমিটির পরিচিতি সভা (১১আগস্ট) শুক্রবার শান্তি নগর দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল চন্দ্র বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ক্ষত্রিয় সন্তান সর্বজন শ্রদ্ধেয় বাবু গোরাচাঁদ অধিকারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু রশ্মিমোহন সিংহ এবং বাবু প্রফুল্ল চন্দ্র রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র বেদ ও গীতা থেকে পাঠ করে ক্ষত্রিয় জাতির পুরোধা এবং ক্ষত্রিয় সমিতির প্রতিষ্ঠাতা ঠাকুর পঞ্চানন বর্ম্মরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
নব গঠিত জেলা ও উপজেলা কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
বিশেষ অতিথি হিসেবে বাবু মাধব চন্দ্র রায়, বাবু অনিল চন্দ্র রায়, বাবু হরিশ চন্দ্র রায় সহ অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।