• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঠাকুরগাঁও রাণীশংকৈলে নতুন হাজীদের সংবর্ধনা ও পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ৯৯ Time View
আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হাজী সংগঠনের আয়োজনে শনিবার (১২ আগস্ট) নতুন হাজীদের সংবর্ধনা এবং নতুন-পুরাতণ হাজীদের নিয়ে পুনর্মিলনী, মতবিনিময় আলোচনাসভা ও দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এদিন দুপুরে পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব এ ডে এম সুলতান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।

পুরাতন হাজীদের মধ্যে বক্তব্য রাখেন , পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব হাজিরউদ্দিন মাস্টার, আলহাজ্ব মুনসুর আলম ব্যাংকার, আলহাজ্ব আবু তোয়াহা ও আলহাজ্ব দবিরউদ্দিন।

নতুন হাজীদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মকলেসুর রহমান,আলহাজ্ব বাদল ইসলাম।

হাজী এজেন্টদের মধ্যে বক্তব্য দেন, হাফেজ মাওলানা আলহাজ্ব শহিদুল্লাহ, আলহাজ্ব জালালউদ্দিন, আলহাজ্ব হাবিবুল্লাহ ও আলহাজ্ব শাহ-আলম।

এছাড়াও অনুষ্ঠানে হাজী সংগঠনের বিভিন্ন সদস্য এবং উপজেলার দুই শতাধিক হাজী ও হাজী সাহেবানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এ উপজেলার সকল হাজীদের নৈতিকতার সহিত পথচলা, নতুনভাবে হজ্জে আগ্রহীদের বিভিন্ন সুপরামর্শ দেয়া এবং সংগঠনের পক্ষ থেকে হাজীদের সকল প্রকার বিপদে-আপদে পাশে থাকার কথা ব্যক্ত করেন।

পরে যোহরের নামাজ শেষে দোয়া-খায়ের ও দুপুরের খাওয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা হাজী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি