• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

পেকুয়ায় আওয়ামীলীগ নেতার ত্রাণ বিতরণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৬৩ Time View
আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

বন্যাদূর্গত প্রায় চারশত পরিবারের মাঝে শুকনো খাবার তুলে দিয়েছেন আওয়ামীলীগ নেতা। কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম ও কৃষকলীগের সাবেক সভাপতি মেহের আলী নিজস্ব অর্থায়নে শনিবার দুপুরে এসব ত্রাণ বিলি করেন।

পেকুয়া বাজারের একটি অভিজাত মার্কেটের মাঠে সারিবদ্ধভাবে এসব ত্রাণ সামগ্রী নেন দূর্গতরা।
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পানিবন্দি হয়ে পড়ে উপজেলার দেড় লক্ষ মানুষ। সরকারি,বেসরকারি,জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি অর্থায়নে বানবাসিদের পাশে দাঁড়িয়েছন তাঁরা। শুকনো খাবার, রান্না করা খাবারসহ নানান ধরণের ত্রাণ সামগ্রী নিয়ে পৌছে দিচ্ছেন দিনরাত সমানতালে।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন,চেষ্টা করছি দূর্গত মানুষের পাশে দাঁড়াতে। মানুষ পানি ও গৃহবন্দি হয়ে দূর্বিসহ দিনপার করছে। এসময় তিনি বানবাসির পাশে থাকার জন্য সকলের কাছে অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি