কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মেদাকচ্ছপিয়া জলিলীয়া এবতেদায়ী মাদ্রাসার বই সহ আসবাবপত্র চুরি ও ভাংচুরের অভিযোগ।
এবিষয়ে ১২ আগষ্ট (শনিবার) মাদ্রাসার অফিস কক্ষে কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বশির আহমদ বলেন,চলিম মাসের গত ৫ ও ৬ রাতে কে বা কারা প্রথমে মাদ্রাসার গেইটের তালা ভাঙ্গে,পরে অফিস কক্ষের পাশের রুমের তালা ভেঙ্গে নতুন,পুরাতন পাঁচ বস্তা বই,পাঁচ বান্ডিল জিও টেংরা জাল,লোহার রড়,অন্য রুমগুলো দরজার তালা ভেঙ্গে ২/৩টি চাল ফ্যান,লোহার জানালা পাস্ সহ বেশী হাই ও লো-বেঞ্চ ভেঙ্গে ফেলা চুরি করে নিয়ে গেছে।এছাড়াও বখাটে লোকেরা ইদানিং শ্রেণী কক্ষে ঢুকে প্রশাব,পায়খানা করে চলছে এবং সিগেরেটের লেজি সহ গাঁজা ও ইয়াবা খাওয়ার চিহৃ পাওয়া যাচ্ছে।
চুরি হওয়ায় বই সহ আসবাবপত্র গুলো সম্ভব্য জায়গায় খোঁজাখুঁজি করতে গিয়ে সময় বিলম্ব হয়েছে।
জরুরী কমিটির বৈঠকে মাদ্রাসার সভাপতি মাওলানা মমতাজুল হক,স্হানীয় চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান বলেন,চুরি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ সাথে পরিষদেও অভিযোগ দায়ের পরামর্শ দেন।এসময় খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রাহামুচ্ছালাম,মাওলানা ছৈয়দ করিম সহ কমিটির অন্যান্য সদস্য ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষকাগণ উপস্হিত ছিলেন।