• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

পেকুয়ায় চার বছরের শিশু ধর্ষণ, কিশোর আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১১২ Time View
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কক্সবাজারের পেকুয়ায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো.মামুন (১৮) একই এলাকার আলী আকবরের ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক।

ভিকটিমের মা বলেন,গত ২৮ জুন পেঠান মাতবরপাড়ার একটি কবরস্থানের মাঠের সাথে লাগোয়া প্রস্রাবখানায় কৌশলে নিয়ে গিয়ে আমার মেয়েকে দুবার ধর্ষণ করে বখাটে মামুন। রক্তাক্ত অবস্থায় মেয়েকে পেলেও তখন সে ঘটনা বলতে পারেনি। গত রবিবার নানার সাথে মেয়ে ঘুরতে বের হলে ইজিবাইক চালক মামুকে দেখলে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। এসময় তাঁর নানা কান্না করার কারণ জানতে চাইলে তাঁর সাথে ঘটে যাওয়া ঘটনা বলে দেয় মেয়ে।

শিশুটির মা আরো বলেন, ঘটনার পর থেকে মেয়ে কান্নাকাটি করছে। ব্যাথায় ছটফট করছে। প্রথমে মনে করছিলাম অসুস্থতার কারণে মেয়ে হয়তো এমনটি করছে। তখনো ধর্ষণের বিষয় কারো মাথায় আসেনি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ট্রিফল নাইনে খবর দিলে পুলিশ পেঠান মাতবর পাড়া থেকে মামুনকে আটক করি। ভিকটিমের জবানবন্দি ও আটক মামুনের স্বীকারোক্তি মিল পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি