• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

পেকুয়ায় জেলা প্রশাসক থেকে ত্রাণ নিলেন ৫শ পরিবার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৬২৬ Time View
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে কক্সবাজারের পেকুয়ায়। প্রতিদিন বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে সরকারি,বেসরকারি নানা ত্রাণ সামগ্রী। সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেকুয়া সদর ইউনিয়ন। সাত ইউনিয়নের প্রায় দেড় লক্ষ বানবাসির মধ্যে সদরের মধ্যে পানিবন্দি হয়েছে অন্তত ৬০ হাজার মানুষ।

সোমবার সকালে সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, অসহায় দুর্গত পাঁচ শত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। ইউপি কার্যালয় মাঠে নিজেই উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর দেওয়া এসব ত্রাণ সামগ্রী বানবাসির হাতে তুলে দিয়েছেন তিনি।

এসময় পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিকেলের দিকে তিনি পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও বারবাকিয়া ইউনিয়ন ভুমি কার্যসলয় পরিদর্শন করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, সদর ইউনিয়নে সকালে ডিসি স্যার প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ শত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। এসবের মধ্যে ১০ কেজি চাল, ১কেজি মসুর ডাল, লবণ ও চিনি,১লিটার তেলসহ নানা সামগ্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি