আনোয়ারা বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে বসতবাড়ি থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার চুরি ঘটনায় থানা অভিযোগ করেন ভুক্তভোগী ওসমান গনি।
১৪ আগস্ট ( মঙ্গলবার) রাতে বৈরাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ উল্ল্যাপাড়া এলাকায় ওসমান গনি বসতবাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, বসতঘরে জানালা ভেঙ্গে এই চোরের দল নগদ ৬ হাজার টাকার,১টি স্বর্ণের চেইন, ২টা আংটি ও কানের দুলসহ প্রায় ২ ভরী স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।খবর পেয়ে রাতের ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্দর পুলিশ ফাঁড়ির একটি টিম।
ক্ষতিগ্রস্ত ওসমান গনি জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়লে মাঝরাতে হঠাৎ আমার স্ত্রী জেগে উঠলে দেখতে পাই ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলো ভাবে মাটিতে পড়ে আছে।জানালা ভাঙ্গা অবস্থায় দেখে আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়।রাত তিনটায় আমি ফোন করে আনোয়ারা থানা পুলিশকে জানায়।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই নাইমুল হক জানান, চুরি ঘটনা অভিযোগ পেয়ে রাতে ঘটনা স্থানে পরিদর্শন করেছি। ২ ভরী স্বর্ণালংকার এবং নগদ ৬ হাজার চুরি হাওয়া অভিযোগ পাওয়া গেছে।