মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বাঁশঘাট রোডের মাথায় এ ঘটনা ঘটে। নিহত ফোরকানুল ইসলাম (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবদুল বারী পাড়ার আবুল ফজলের ছেলে। তিনি পেশায় চা দোকানদার ছিলেন।
জানা যায়, বিকাল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। ওই এলাকায় পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবস্থান করে। পরে জানাযা শেষে যাওয়ার পথে সাঈদী ভক্ত কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় ওসি ও ইউএনও’র গাড়ি ভাংচুর করে তারা। এদিকে গুলিতে নিহত ফোরকানুল ইসলামের মরদেহ হাসপাতালে রয়েছে। তিনি কাদের গুলিতে নিহত হয়েছেন তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তিনি জানাজায় অংশ গ্রহণ করেছিলেন বলে প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, কার গুলিতে কে নিহত হয়েছে আমি জানিনা। জানাজা শেষে ফেরার পথে সাঈদী ভক্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও ইউএনও’র গাড়ি ভাংচুর করে। আবার পাশাপাশি কিছু লোক পুলিশকে রক্ষা করতে সচেষ্ট ছিল। ##