কক্সবাজারের পেকুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য শস্য বিলি করলেন জাতীয় শ্রমিকলীগ নেতা ও তার পরিবারের স্বজনরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের হাতে নিহত শহীদদের স্মৃতিকে অ¤øান রাখতে ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে চাল বিলি করা হয়েছে।
পেকুয়া সদর ইউনিয়নসহ পেকুয়ায় বন্যা প্লাবিত হয়েছে। এ সময় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়। পানিবন্দি মানুষকে খাদ্য সহায়তা দিতে ১৫ আগস্টের দিনেই বিলি করেন মানুষের মাঝে খাদ্য সামগ্রী। ১৫ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে জাতীয় শ্রমিকলীগ পেকুয়া সদরের কলেজ গেইট চৌমুহনী শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে চাল বিলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পেকুয়ার বিভিন্ন প্রান্তের ৩শ শতাধিক নারী-পুরুষকে খাদ্যশস্য প্রদান করা হয়।
জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক বেলাল উদ্দিন প্রকাশ টুপি বেলাল, তার বড় ভাই পেকুয়া বাজারের ব্যবসায়ী ও জাতীয় শ্রমিকলীগ পেকুয়া সদর ইউনিয়নের সহ-সভাপতি আবদুল কুদ্দুস প্রকাশ মনু ও তাদের ভাই আ’লীগ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাইছারসহ এ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে দু:স্থদের মাঝে চাল তুলে দেন।
এ সময় ওই পরিবারের প্রধান কর্তা পেকুয়া বাজারের বদিউল আলম মার্কেটের মালিক মোহাম্মদ বদিউল আলমও উপস্থিত ছিলেন। সুত্র জানায়, অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য বদিউল আলমের ছেলেরা প্রায় সময় এগিয়ে আসেন। করোনার সময়ও এ পরিবারটি গরীবদের সহায়তায় এগিয়ে আসে। যে কোন দুর্যোগ বন্যার সময়ও তারা আর্ত মানবতার কল্যাণে কাজ করে থাকে। এ ব্যাপারে ত্রাণ সামগ্রী বিতরণের প্রধান পৃষ্ঠপোষক বদিউল আলমের চতুর্থ সন্তান জাতীয় শ্রমিকলীগ পেকুয়া সদর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আবদুল কুদ্দুস প্রকাশ মনু মিয়া বলেন, এ দিনটি আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়। জাতির মহান নেতাসহ ১৫ আগষ্টের দিনে যারা শহীদ হয়েছেন উনাদের বিদেহী আত্মার শান্তির জন্য আমি দু:স্থদের সহায়তার উদ্যোগ নিয়েছি। চৌমুহনী শ্রমিকলীগের অফিস থেকে আমি মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছি। বন্যায় মানুষ অনাহারে অর্ধাহারে আছে। মানুষের পাশে এগিয়ে আসা হচ্ছে শ্রেষ্ঠ মানবতা। আমি সমাজের বিবেকবান মানুষকেও হতদরিদ্রদের পাশে এগিয়ে আসার আহবান করছি।