ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশিক হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) উপজেলার যাদবপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তের বর্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আশিক হোসেন লেবুতরা গ্রামের রওশন হোসেনের ছেলে।
যাদবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, সকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যাওয়ার চেষ্টা করেন আশিক হোসেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশিক হোসেন গুলিবিদ্ধ হন। সেখান থেকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। আশিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওই ইউপি সদস্য।
এ ব্যাপারে খালিশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, এমন খবর শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম কিন্তু কাউকে পাওয়া যায়নি।