ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাজাসহ আলমগীর হোসেন (৪০), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত আলমগীর হোসেন উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
বুধবার (১৬ আগষ্ট) বিকালে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, মঙ্গলবার (১৫আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার এসআই প্রদিপ চন্দ্র মহন্ত এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাউতনগর বাজারে মাদক ব্যবসায়ী আলমগীরের নিজ পান দোকানের ভিতরে ২০০ গ্রাম গাজাসহ তাকে হাতেনাতে আটক করে।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।