বাংলাদেশে ব্যাথা মুক্ত নিরাপদ প্রসব বিষয়ক কর্মশালা ইনসেফটা ফার্মাসিটিকেল লিঃ এর সহযোগীতায় ১৬ আগষ্ট( বুধবার) সন্ধ্যায় চকরিয়া সাহারবিল রেল স্টেশন সংলগ্ন আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়। আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে
সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ও আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী।
ডা: অপু মজুমদারের সঞ্চালনায় ডা: মুজিবুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ডা: সুস্মিতা, ডা: এম এ মনসুর, ডা: মাহবুবুর রহমান, ডা: আবদুল্লাহ আল নোমান, ডা: মামদুহা, ডা: নিশিতা, ডা: তৌহিদ, ডা: মোহাম্মদ মঈনুদ্দিন মোর্শেদ,ডা: মো: মহিউদ্দিন মাজেদ চৌধুরী সহ ২৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। এ ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সাংবাদিক মনসুর মহসিন,সাংবাদিক মনজুর আলম ও সাংবাদিক আবদুল করিম বিটু প্রমূখ।
ইনসেফটা লিঃ এর চট্টগ্রাম জোনের সহকারী বিক্রয় ব্যবস্থাপক ইকবাল আহমেদ কোম্পানির তৈরী কৃত বিভিন্ন পণ্য(অযুধ) এর গুনগত মান ও দাম নিয়ে আলোচনা করেন।
ডাঃ মঈনুদ্দিন মোর্শদ এর সমাপনী বক্তব্য শেষে র ্যাফেল ড্র ও খাবার গ্রহনের মাধ্যমে ঘন্টা ব্যাপী কর্মশালার পরিসমাপ্তি ঘটে।