• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশকে নিয়ে গর্ব করার মত জায়গায় আমরা এসেছি-ভূমিমন্ত্রী

ফরহাদুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৫২ Time View
আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বাংলাদেশকে নিয়ে গর্ব করার মত জায়গায় আমরা এসেছি।বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।আমরা এখন দাড়িয়ে আছি উন্নয়নের মহাসড়কে।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে চায়না ইকোনমিক সড়কে আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন,বিএনপি-জামাত পুরানো সে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে দিয়েছে।আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এসেছি।কাজেই,বিএনপি লোক ভাড়া করে সরকারকে ধাক্কা দিলে,আওয়ামীলীগ সরকার পড়ে যাবে নাকি?আমাদের আন্দোলন সংগ্রামের ভয় দেখাবেন না।তিনি আরো বলেন,আওয়ামীলীগের সাথে সাধারণ জনগণ আছেন।আমরা এসব আন্দোলন ভয় পায় না।

এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলীর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোত্তাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। এ সময় আরো বক্তব্যে রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী, ভিপি মোঃ জাফর,উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দীন চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি