বুধবার, ০১ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

আলু অনেক উদ্বৃত্ত থাকার কথা, দাম কেন এত বেশি’ প্রশ্ন সাবেক কৃষিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৭ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, আলু, সবজি উৎপাদন বহুগুণ বেড়েছে। একটা কথা বলতে চাই। যার দায়িত্ব আমিও এড়াতে পারি না। কারণ, কদিন আগে আমিও মন্ত্রী ছিলাম। আলুতে আমাদের অনেক সারপ্লাস (উদ্বৃত্ত) হওয়ার কথা। কেন আলুর দাম এত বেশি? কিছু কিছু সবজি, ফসলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এর পরিসংখ্যান নিয়েও নানা রকম প্রশ্ন আসছে। বিবিএস এবং কৃষি মন্ত্রণালয় যুগপদ, এক সাথে কাজ করতে হবে। পরিসংখ্যান ঠিক করতে হবে।

রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এতে সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু কৃষিকে গুরুত্ব দিতেন, তার কন্যা শেখ হাসিনাও কৃষিকে গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, আমাদের অনেক সাফল্য রয়েছে। কৃষির কারণে দেশের অর্থনীতি এখনো চাঙ্গা। চলতি অর্থবছরে এক কেজি চালও আমদানি করতে হয়নি। পেঁয়াজের সমস্যা, আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন। গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে আসছে। আমাদের আরো পরিকল্পিতভাবে আগাতে হবে। সমন্বিতভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান হবে।‌

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখনো যারা দেশে নানা ষড়যন্ত্র করছে, যারা আবার স্বপ্ন দেখছে আন্দোলন করবে, আমি মনে করি তাদের আগামী ৫ বছর ধৈর্য সহকারে সরকারকে সহযোগিতা করা। সরকারের গঠনমূলক সমালোচনা করা। আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। অনেক ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলো ধরিয়ে দিন। আন্দোলন করে, গাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করা, এগুলো গ্রহণযোগ্য নয়, এটা গণতন্ত্র নয়।‌

অনুষ্ঠানে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ফারজানা মমতাজ, কেআইবি’র মহাসচিব খায়রুল আলম প্রিন্স বক্তব্য রাখেন।

এছাড়া, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও দফতর/সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych