বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

পটিয়া মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪৪ Time View

দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় (জমিরিয়া কাসেমুল পুলুম মাদরাসা) নিরীহ ছাত্র শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পটিয়া মাদ্রাসা ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি পটিয়া মাদরাসায় আরিফ, আনাস, রাকিব ও আইমানসহ বিভিন্ন ছাত্র-শিক্ষক ও নিরীহ আলেম-ওলামার ওপর নির্যাতন চালানো হয়।

পরিষদের আহ্বায়ক মাওলানা মোস্তফা কামাল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বিগত ২৮ অক্টোবর ২০২৩ তারিখে ঐতিহ্যবাহী পটিয়া মাদরাসায় গভীর রাতে আন্দোলনের হামলা-ভাঙচুর চালিয়ে মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া হয়। এমন নেক্কারজনক ঘটনায় ওইদিন সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। এ ধরনের অন্যায়ের প্রতিবাদ করা মানুষের বাক স্বাধীনতাগত অধিকার।

মানববন্ধনে বক্তারা বলেন, সোহরাব হোসেন আইমন নামে এক তরুণ আলেমকে ধরে নিয়ে গিয়ে প্লাস দিয়ে হাতের নখ উঠিয়ে ও কারেন্টের শক দিয়ে নির্যাতন করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

পরিষদের সদস্য সচিব মাওলানা ইয়াসিন আমিনীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা উজাইরুল্লাহ, মাওলানা সগির আহমদ চৌধুরী, কারী শফিউল আলম, মাওলানা আবুল কালাম, একরাম হোসেন, হাফেজ মাওলানা জিয়াউর রহমান মাওলানা আনাস, মাওলানা জসিমুদ্দীন, মাওলানা নুরুল আজীম, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা ওসমান, মাওলানা মামুনুর রশীদ, আবদুল কাদের, হুমায়ুন কবীর ও মাওলানা মাহমুদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন চলাকালে মাদরাসাটি দখল মুক্ত করে দ্বীন ইসলামী শিক্ষার ভাবধারা বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych