বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২২ অপরাহ্ন

গুরুদাসপুরে পুকুর খনন করতে দেওয়া হবে না-এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২২৭ Time View

ফসলী জমি রক্ষায় গুরুদাসপুরে কোন পুকুর খনন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রবিবার (২৫ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে ‘কৃষি জমিতে পুকুর খনন রোধে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ওই হুশিয়ারী দেন। এমপি বলেন, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর এলাকা পলি মিশ্রিত উর্বর মাটি। এ মাটিতে ফলানো ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে। সেই মাটিতে পুকুর খনন হলে কিছু লোক উপকৃত হলেও লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্থ হবে।

তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থে পুকুর খনন বন্ধ হলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে চলনবিল। যারা এ অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহবান জানান।

অনুষ্ঠানে পুকুর খনন বন্ধে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,আব্দুল বারী ও মিজানুর রহমান সুজাসহ প্রমুখ।

ইউএনও সালমা আক্তার পুকুর খনন রোধে আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে বলেন,পুকুর খনন বন্ধে অভিযান চলমান থাকবে। #

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych