শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

পেকুয়ায় লুটকৃত দুটি গরু এখনো উদ্ধার হয়নি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৯ Time View

কক্সবাজারের পেকুয়ায় লুটকৃত দুটি গরু এখনো হয়নি উদ্ধার। গরু লুট হয়েছে ৩ দিন পেরিয়ে গেছে। তবে গরুর মালিক অসহায় নারী এখনো ফেরত পাননি তার গোয়ালঘর থেকে লুটকৃত দুটি গৃহপালিত পশু। পুলিশের কাছে অভিযোগ গেছে। জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়েছে। কোথাও ন্যায়সংগত প্রতিকার পাননি। দুবৃর্ত্তরা গরু দুটি ফেরত দেওয়ার কথা বলে সত্তোর্ধ নারীকে বাড়িতে ডেকে পাঠান। পশুর জন্য দুবৃর্ত্তদের বাড়িতে যাওয়ার পর ওই নারীকে করা হয় চরম অপমান। এক পর্যায়ে গলাধাক্কা দিয়ে বের করে দেন তাদের বাড়ি থেকে।
সুত্র জানায়, গত শুক্রবার (২৯ মার্চ) রাত ৪ টার দিকে টইটং ইউনিয়নে সোনাইছড়ি ঢালারমুখ এলাকার আবদুল করিমের স্ত্রী মরিয়ম খাতুনের দুটি গৃহপালিত পশু লুট করে নিয়ে যাওয়া হয়। একদল দুবৃর্ত্ত ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে আতংক তৈরী করে। এরপর তারা ওই নারীর গোয়ালঘর থেকে গরু দুটি লুট করে। স্থানীয়রা জানান, এর ১ দিন আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢালারমুখ রমিজপাড়ায় দু’পক্ষের মধ্যে হামলা ও মারধর হয়েছে। স্থানীয় আজিজুর রহমান গং ও নবু মেম্বার গংদের মধ্যে এ মারপিট হয়েছে। এর জের ধরে গভীর রাতে নবু মেম্বারের ছেলে সোহেল খোকন, রুবেলসহ উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িতে গিয়ে গরু নিয়ে নিয়ে আসে। এ ব্যাপারে গরুর মালিক আবদুল করিম কালুর স্ত্রী মরিয়ম খাতুন (৭০) জানান, নবু মেম্বারের লোকজন এসে হুমকি ধমকি দিয়ে আমার বাড়ি থেকে দুটি গরু নিয়ে যায়। তখন আমি নামাজ পড়ছিলাম। সকালে নবু মেম্বারের বাড়িতে গিয়েছি। গরু ফেরত দেওয়ার কথা বলেছিল। পরে আসতে বলে। আমি যাওয়ার পর উল্টো আমাকে গলাধাক্কা দেয়। আমার ছেলে মোহাম্মদ হোসন প্রকাশ বাম্পার মিয়া পাহাড়ে খামার করে গরু পালে। তারা অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে গিয়েও গরু লুটের চেষ্টা চালায়। আমার ছেলে পাহাড় থেকে গরুগুলি তাদের ভয়ে সরিয়ে ফেলে। কিন্তু আমার দুটি গরু এখনো উদ্ধার হয়নি। চেয়ারম্যানের কাছে গিয়েছি। মেম্বার বলেছে থানায় যেতে। পুলিশের কাছেও গিয়েছি। লিখিত অভিযোগও দিয়েছি। তবে এতকিছুর পরেও আমি আইনী কোন সহায়তা পাইনি। নবু মেম্বার খুবই প্রভাবশালী। তাকে সবাই ভয় পান। আমার স্বামীও বৃদ্ধ। দুটি চোখ অন্ধ হয়ে গেছে। এক মেয়ে আছে তার স্বামীও মারা গেছে। বিধবা মেয়ে ও অন্ধ স্বামীকে নিয়ে বেঁচে আছি। এ দুটি গরু ছাড়া আমার কোন সম্বল নেই। পাহাড় থেকে ঘাস কেটে এনে গরু পরিচর্যা করি। কোরবানের সময় বিক্রির জন্য মোটাতাজা করছিলাম। কিন্তু অস্ত্রধারী সন্ত্রাসারীরা আমার আশার সর্বনাশ করেছে। আমি এ বিচার প্রশাসন ও সকল মানুষের কাছ থেকে চাই। এ ব্যাপারে নবু মেম্বার জানান, আমি গরু লুট করেনি। তারা মিথ্যা অভিযোগ করছে। আমার ছেলেরা বাড়িতে ছিল না। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych