শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

চকরিয়ায় প্রবাসীর বসতভিটা জবরদখলের চেষ্টার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ Time View

কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা বুড়িপুকুর এলাকায় প্রবাসীর দীর্ঘ বছরের ভোগদখলীয় বসতভিটা জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ (রবিবার) সকাল ১০ টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুড়ি পুকুর সিকান্দার পাড়া এলাকায়।
ভুক্তভোগী নজুমিয়ার স্ত্রী জানান, তাহাদের পূত্র কবির হোসেন, মোবারক হোসেন, জামাল হোসেন ও নুরুন্নবীর নামে দীর্ঘ বছর আগে বসতভিটাটি ক্রয় করেন ভোগদখলে আছেন।

কিছু দিন আগে থেকে ভোগদখলীয় বসতভিটা জবরদখলের পাঁয়তারা করে চাঁদা দাবি করেন স্থানীয় গনি সও: এর পূত্র আবদুল হাফেজ। তার চাহিদা মতো চাঁদা দেওয়ার পরও আবদুল হাফেজ ও তার ভাই আবু ছৈয়দ বসতভিটাটি বারবার জবরদখল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার দিন বসতভিটাটি দখলে নিতে গিরা ভেড়া ও বাড়ীর বেশিরভাগ অংশে ভাংচুর চালায়।বাঁধা দিতে গেলে বাড়ীর পূত্রবধুদের কিল, ঘুষি দিয়ে আহত করেন এই দখলবাজ চক্র।

বাড়ীতে পুরুষ লোক না থাকায় দখলবাজদের মারধর ও প্রাণের ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন এই প্রবাসী পরিবারের নারী সদস্যরা।

এ ঘটনায় নজু মিয়ার পুত্র কবির হোসেন বাদী হয়ে স্থানীয় আবদুল গনির পূত্র আবদুল হাফেজ ও আবু ছৈয়দসহ তিনজনের নামে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

বসতবাড়ীটি দখলবাজ চক্রের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী প্রবাসী পরিবার।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych