শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

মহেশখালীতে কোডেকের কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার প্রচেষ্টা

এইচ এম রুহুল কাদের
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক)এর উদ্যোগে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সোমবার (১এপ্রিল)সকাল সাড়ে ১০টায় মহেশখালীর লাল মোহাম্মদ সিকদার পাড়া গ্রামে অবস্থিত সিসিডিভি সেন্টারে অনুষ্ঠিত হয় ।
উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস”প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি হয়। এতে মহেশখালি উপজেলার কুতুবজোম ও হোয়ানক ইউনিয়নের ২৫ জন নারী উপকারভোগী অংশ নেন। এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য জৈব সার এবং জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের মোট ৩২টি চারা প্রতিটি উপকারভোগী সদস্যদের মাঝে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, নাসিরুল ইসলাম এবং কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন মো: ফখরুদ্দিন সোবহান, সবুজ বাংলা নার্সারীর মালিক, কুতুবজোম ইউনিয়ন। উক্ত বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর গ্রীন বিজনেস অফিসার কৃষিবিদ মোঃ সোহেল রানা, এবং সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার, কহিনুর আক্তার।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych