শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

পেকুয়ায় বর্ষপূর্তি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৮ Time View

পেকুয়ায় উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০এপ্রিল) সকাল ১০ টার দিকে বারবাকিয়া জেলি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির পেকুয়ার সভাপতি মোহাম্মদ নুরুল কবির বর্ষপূর্তি ও সাধারণ সভার উদ্বোধক ও সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারন সম্পাদক এসএমএ রহিমের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন বাহাদুর, পেকুয়া সমবায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সহসভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ফারুক, সাংবাদিক দিদারুল করিম, পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সহসভাপতি তাজুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন প্রতিনিধি সুলাল কান্তি শীল, টইটংয়ের প্রতিনিধি মোসলেম উদ্দিন, শিলখালীর ইউনিয়ন প্রতিনিধি মুবিনুল ইসলাম, রাজাখালীর প্রতিনিধি ফোরকান ইলাহী, সিনিয়র সদস্য মাওলানা আবদুল জব্বার,টইটংয়ের দিদারুল আলম প্রমুখ। এ দিকে বর্ষপূর্তি ও সাধারন সভায় পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। প্রতি ৬ মাস পরেই সাধারণ সভা আহবানের নীতিগত সিদ্ধান্ত হয়। মাসিক সঞ্চয় সাধারণ সভায় উপস্থিত থেকেই আদায় করতে হবে। পল্লী চিকিৎসকদের সরকারী নীতিমালা অনুসরণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যে সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আছে মেডিকেল অফিসারের পদ শূন্য। এ সব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চুড়ান্তের মাধ্যমে চিকিৎসক সরবরাহ দেওয়ার দাবী জানানো হয়। চিকিৎসা সেবা ত্বরান্বিত করতে প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী ভিত্তিতে মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানানো হয়। পল্লী ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সেবার মান বেড়ে যাওয়ায় সরকারের ভূয়সী প্রশংসা করেছেন ওই সভা থেকে

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych