শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও রানীশংকৈলে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হযরত আলীকে বিএনপি থেকে বহিষ্কার চকরিয়ায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’র কার্যকরি পরিষদ গঠন পেকুয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম দল নয় জনগণের চাওয়ায় আমার কাছে গুরুত্বপূর্ণ! — বিএনপি প্রার্থী রাজু পেকুয়ায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ চাষির মৃত্যু চকরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নুরুল আখের, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক আনছারুল করিম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে মোহাম্মদ ফাহিম মুনতাসির হৃদয় চকরিয়ায় সীমানা বিরোধ নিয়ে হামলা; আহত ৫

ঠাকুরগাঁও রাণীশংকৈলে মাদ্রাসার স্থাপনা ভাঙচুর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রসুনপুর গ্রামের, ” আল ফুরকান তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীদের ওয়েটিং রুমের স্থাপনা ২৪ এপ্রিল বুধবার সকাল ১১ টায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সরেজমিন, স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায় মহিলা ও পুরুষ প্রায় ১০/১২ জন এসে ঘরের বেড়া ও স্থাপনা গুঁড়িয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বাধা দিতে গেলে তাদেরকে বেদরোগ মারপিট করেন এবং স্থাপনার অনেক জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক শহিদুল্লাহ বাদী হয়ে ৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেনঃ মাদ্রাসা এলাকার( ১) কালু (২) হারুন
(৩) লালচান (৪) শামসুদ্দিন
(৫)জাহাঙ্গীর (৬) মোছাঃ
রেফুল (৭) হারুনের স্ত্রী
( ৮)ইউসুফ সহ ১০/১২ জন সহ একটি দল লাঠি সোটা, হাসুয়া, বল্লোম, লোহার রড সহ দেশীয় অস্ত্রসহ এসে এই মাদ্রাসার স্থাপনা ভাঙচুর করে এবং মুখের ভাষা খারাপ করে মাদ্রাসার শিক্ষক ও পরিচালকে
উদ্দেশ্য করে গালিগালাজ করে।

এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক শহীদুল্লাহ বলেন, আমরা এখানে মাদ্রাসা ও এতিমখানা করেছি এরা মেনে নিতে পারছেন না বলে বিভিন্নভাবে হুমকি ধমকি ও হয়রানির স্বীকার করছেন আমাদের। এব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান তিনি।
মাদ্রাসা ভাঙচুরের ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি, ভাঙচুরের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych