রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

জনপ্রিয় সঙ্গীতশিল্পী খালিদ মারা গেছেন

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৭ Time View

জনপ্রিয় সঙ্গীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ মারা গেছেন। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে দেশের সঙ্গীত ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জে জন্ম নেয়া এ শিল্পী ১৯৮১ সাল থেকে গানের ভুবনে পথচলা শুরু করেন। তিনি আশি ও নব্বইয়ের দশকে ভোকালিস্ট হিসেবে ‘চাইম’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি তরুণ প্রজন্মের শ্রোতাদের হৃদয়ে জয় করেন।

তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych