রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

ঢাকায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১ Time View

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ।

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ২১ মার্চ থেকে শুরু হবে।

২৪ ও ২৭ মার্চ হবে আরো দুটি ওয়ানডে।

৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।

সিরিজ শেষে ৫ এপ্রিল অস্ট্রেলিয়া দল দেশে ফিরবে।

এই সিরিজের জন্য নিগার সুলতানার নেতৃত্বে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

অস্ট্রেলিয়া দলের বেশিরভাগ সদস্য এরই মধ্যে ঢাকায় চলে এলেও ভারতে চলমান উইমেন্স প্রিমিয়ার লিগে খেলার কারণে কিছু খেলোয়াড় পরে বাংলাদেশের ফ্লাইট ধরবেন বলে জানা গেছে।

উইমেন্স প্রিমিয়ার লিগে খেলা আগেই শেষ হয়ে যাওয়ায় দল নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি ঢাকায় চলে এসেছেন।

এদিকে হাড়ের ইনজুরিতে দল থেকে বাদ পড়েছেন অসি পেসার ডার্সি ব্রাউন। তবে তার বিপরীতে কাউকে নেয়ার সিদ্ধান্ত নেয়নি অস্ট্রেলিয়া।

অন্যদিকে প্রথমে শুধু টি-টোয়েন্টির জন্য নেয়া হলেও পরে পুরো সিরিজে খেলার সুযোগ পেয়েছেন গ্রেস হ্যারিস।

বাংলাদেশ দল :-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।

অস্ট্রেলিয়া দল :-
অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych