শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় চেয়ারম্যান প্রার্থী রুমানা’র জনসংযোগ পেকুয়ায় মাদ্রাসা ছাত্রসহ ৩ মহিলাকে পিটিয়ে জখম পেকুয়ায় অভিযানে দুই করাতকল সীলগালা পেকুয়ায় হাফেজখানার শিক্ষক মুজিবের মুক্তির দাবীতে মানববন্ধন ঠাকুরগাঁও রাণীশংকৈলে বৃষ্টি প্রার্থনায় দোয়া, ইসতিসকার নামাজ আদায় পেকুয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুমানার গনসংযোগ ও মতবিনিময় সভা ঠাকুরগাঁও রাণীশংকৈলে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন’ তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

পেকুয়ায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৬

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৮২ Time View

কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নের সোনাইছড়ি ঢালারমুখ এলাকায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৮ মার্চ (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন টইটং ইউনিয়নের চৌকিদারপাড়ার নবীর হোসেনের ৩ পুত্র মোহাম্মদ খোকন (৩৯), মোহাম্মদ সোহেল (৩৫), মো: রুবেল (২৫), কবির আহমদের পুত্র ইসমাইল (২৮), সোনাইছড়ি ঢালারমুখ এলাকার মৃত জাফর আহমদের পুত্র সামাজিক বনায়ন প্রহরী আজিজুর রহমান (৪৫), তার ছেলে আবদু রহিম (২৬)।
স্থানীয় আবদুল জলিল জানান, টইটংয়ের সংগ্রামের জুম নামক স্থানে ২০০৬ সালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ বারবাকিয়া রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলে বাগান সৃজন করে। সম্প্রতি একটি গাছচোর সিন্ডিকেট পাহাড়ের দুর্গম স্থান থেকে গাছ কেটে পাচার করছিল। খোকন গং সংগ্রামের জুমে সোনাইছড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে। বাগানের উপকারভোগী ও বনপ্রহরী আজিজুর রহমান ও খোকনের মধ্যে গাছ পাচার নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় বাকবিতন্ডা হয়। এর জের ধরে ঢালারমুখ জামে মসজিদের সামনে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। খোকনের পিতা সাবেক ইউপি সদস্য নবীর হোসাইন প্রকাশ নবু মেম্বার জানান, তারা পরিকল্পিতভাবে হামলা করেছে আমার ছেলেদের উপর। অপরদিকে আজিজুর রহমান জানান, পাহাড়ের ভিতরে গহীন বনে ছড়ায় মেশিন বসিয়ে নবু মেম্বারের ছেলেরা অবৈধভাবে বালু উত্তোলন করে। তারা সেখান থেকে গাছও পাচার করে। আমি গাছ পাহারা দিই। গাছ পাচার নিয়ে প্রতিবাদ করায় এ সিন্ডিকেট আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করেছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 bbcekottor.com
Technical suported by Mohammad Iliych